বহুদিন হল কেটে গিয়েছে অশনি সঙ্কেত। কিন্তু নিত্যদিন লেগেই রয়েছে ঝড় বৃষ্টি। এবার কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস। আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখীর সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। মঙ্গল ও বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে। রাজস্থানের উপর একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হচ্ছে। এই নিম্নচাপ থেকে একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা উত্তর প্রদেশ বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত।
কলকাতায় আজ, মঙ্গলবার আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। বিকেল ও সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ অথবা কাল কালবৈশাখী হতে পারে কলকাতাতে। সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ, মঙ্গলবার ও কাল বুধবার বৃষ্টির সম্ভাবনা কম উত্তরবঙ্গে। বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি বাড়তে পারে। দু’এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতি এবং শুক্রবার ফের উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস।
