কিছুদিন আগেই বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দিয়েছেন অর্জুন সিং। তৃণমূলে যোগ দিয়েই আগের প্রতিদ্বন্দ্বীর সঙ্গে পথে হাঁটলেন অর্জুন। পুজো দিলেন মন্দিরে। বুঝিয়ে দিচ্ছেন, ‘আমি তোমাদেরই লোক।’ এবার সেই সাংসদ অর্জুন সিংয়ের শুভ কামনায় এক কুইন্টাল এক কেজি লাড্ডু বিতরণ করলেন ভাটপাড়ার প্রাক্তন পুর প্রধান গোপাল রাউত। এদিন মন্দিরে পুজো দিয়ে সাংসদ অর্জুন সিং জানান, ‘বাবার আশীর্বাদ নিয়ে গেলাম।’ ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিয়েই দমদম–ব্যারাকপুর সাংগঠনিক বৈঠকেও যোগ দিয়েছেন অর্জুন সিং। এদিন কাঁকিনাড়ায় ফলাহারি বাবার মন্দিরে পুজো দিতে যান অর্জুন সিং।
একটা সময়ে প্রতিদ্বন্দ্বী তৃণমূল নেতা গোপাল রাউতকে সঙ্গে নিয়েই মন্দিরে পুজো দিতে যান তিনি। এদিন মন্দিরে পুজো দিয়ে সাংসদ অর্জুন সিং জানান, ‘বাবার আশির্বাদ নিয়ে গেলাম।’ দীর্ঘদিনের ছায়াসঙ্গী গোপাল রাউতকে সঙ্গে নিয়ে অর্জুন জানান, ‘এখানে যারা আছেন, তাঁদের সবাইকে আমি তৈরি করেছি। সবাই আমার সঙ্গে আছে।’ একই সুরে কথা বলে অর্জুন সিং সম্পর্কে প্রাক্তন পুর প্রধান জানান, ‘উনি আমার অভিভাবক ছিলেন। এখনও আছেন। ২০ বছর ধরে আমরা একসঙ্গে লড়াই করেছি। উনি আবার আমাদের কাছে চলে এসেছেন। আর কোনও লড়াই নেই।’
