মঙ্গলবার সিবিআই দফতরে হাজিরা দিচ্ছেন না অনুব্রত মণ্ডল। এদিন ভোট পরবর্তী হিংসা মামলায় বীরভূমের দাপুটে নেতাকে তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। দুপুর ১টার মধ্যে তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়। তবে চিঠি পাঠিয়ে অনুব্রত জানিয়েছেন, চিকিৎসকেরা তাঁকে ১৫ দিন বিশ্রাম নেওয়ার কথা বলেছেন। তাই তিনি মঙ্গলবার কলকাতায় সিজিও কমপ্লেক্সে যেতে পারছেন না।
নির্দিষ্ট সময়ের দু’দিন আগে, বৃহস্পতিবার নিজাম প্যালেসে গিয়ে গরু পাচার মামলায় সিবিআই আধিকারিকদের মুখোমুখি হয়েছিলেন অনুব্রত। সেখান থেকে এসএসকেএম হয়ে বৃহস্পতিবারই কেষ্ট চলে গিয়েছিলেন নিজের বাড়ি বীরভূমে। তার পরই মঙ্গলবার ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে সিবিআই চিঠি পাঠায়। কিন্তু চিকিৎসকদের বারণ শুনে মঙ্গলবার কলকাতা এলেন না কেষ্ট।
আইনজীবী মারফত পাঠানো চিঠিতে অনুব্রত জানিয়েছেন, তিনি শারীরিক ভাবে অসুস্থ। চিকিৎসকেরা ১৫ দিন বিশ্রাম নিতে বলেছেন। তাই মঙ্গলবার এবং শুক্রবার (গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল অনুব্রতকে) তিনি কলকাতায় এসে সিবিআইয়ের মুখোমুখি হতে পারছেন না। সূত্রের খবর, চিঠিতে সিবিআই তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন কেষ্ট। জানিয়েছেন, সুস্থ হলেই তিনি হাজির হবেন তদন্তকারীদের সামনে।
তবে অনুব্রত আজ হাজিরা না দিলে সিবিআই তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারে, এমন সম্ভাবনাও রয়েছে৷ কারণ ভোট পরবর্তী অশান্তির মামলায় এই নিয়ে চার বার অনুব্রতকে নোটিস পাঠিয়েছে সিবিআই৷ একবারও হাজির হননি কেষ্ট।