চিকিৎসা বিজ্ঞানের দ্রূত প্রগতির কথা বারবার উঠে আসছে সামনে। কঠিন থেকে কঠিনতর রোগ সারিরে তুলছেন ডাক্তারবাবুরা। অসাধ্য সাধন করে নজির গড়ছেন প্রতি নিয়ত। তাতে বাড়ছে বিশ্বাস। ভরসা। তেমনই আরও একবার বিরল অস্ত্রোপচার করে মহিলার পেট থেকে বার করা হল প্রায় ৮ কেজি ওজনের টিউমার। যন্ত্রণাবিহীন এই টিউমারকে চিকিৎসাশাস্ত্রে বলা হয় ‘‘RETROPERITONEAL SARCOMA’’ যা আপনার শরীরে বেড়ে উঠলেও টের পাবেন না। ঠিক এরকমই একটি টিউমার বাসা বেঁধেছিল ৫২ বছরের শিবপুরের বাসিন্দা রাজিয়া খাতুনের শরীরে। চিকিৎসকের দাবি, টিউমারের বয়স কম করে ৩-৪ বছর ৷ শরীরের পিছনের অংশে এই ধরণের টিউমার তৈরি হয় | কোনওরকম যন্ত্রণা হয় না।
এমনকী, যতক্ষণ না এটি বিশাল আকার নেয় ততক্ষণ বোঝাও সম্ভব নয় মানুষের পক্ষে। এর ফলে এই টিউমারটি বড় হতে হতে শরীরের ভিতরে একাধিক ক্ষতি করতে থাকে ৷ যেমন, মূত্রনালি, খাদ্যনালি-সহ একাধিক নালির মুখ বন্ধ করে দেয়। যার কারণে রোগীর যেকোনও মুহূর্তেই প্রাণহানি ঘটে। রাজিয়া সুলতানার পরিবারের দাবি, এক মাস আগে থেকে রাজিয়া দেবী কিছু খেতে চাইতেন না, শুধু পেট ভার ভার বলতেন। সেই সময় চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে সব রকম পরীক্ষা করে রোগটি ধরা পড়ে। কিন্তু শহরের বেশ কিছু হাসপাতালে ঘুরেও কোনও সাহায্য পাওয়া যায় নি। অবশেষে হাওড়ার শিবপুরের একটি বেসরকারি হাসপাতালে রাজ্য সরকারের দেওয়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে এক বিরল অস্ত্রোপচার করে মৃতপ্রায় মহিলার প্রাণ ফেরালেন চিকিৎসক। স্বস্তিতে পরিবারের সকলে।
