এর আগে পদ্ম শিবিরকে ধাক্কা দিয়ে দলত্যাগ করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এই মুহূর্তে তিনি তৃণমূলের টিকিটে জিতে বালিগঞ্জের বিধায়ক। এবার আবারও বড় সড় ধাক্কা খেয়েছে রাজ্য বিজেপি৷ বাবুলের পর এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং৷ এবার এ নিয়ে হতাশা গোপন করতে পারলেন না বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ৷ তাঁর আক্ষেপ, দলে যাঁদেরকে সামনের সারিতে নিয়ে আসা হয়েছিল, তাঁরাই এখন বিজেপি ছাড়ছেন৷
শুধু তাই নয়। অর্জুনের দলবদল নিয়ে কথা বলতে গিয়ে ফের বঙ্গ বিজেপির ভিতরের আদি-নব্য দ্বন্দ্বও সামনে নিয়ে এসেছেন দিলীপ৷ তিনি বলেন, ‘২০১৯ সাল থেকে রাজ্যে দল যেভাবে দ্রুত বিস্তার লাভ করেছে, তার পিছনে যে কর্মীরা ছিলেন তাঁদেরকে ব্যাকফুটে চলে যেতে বাধ্য করা হয়েছে৷ যাঁদেরকে ফ্রন্টফুটে আনা হয়েছিল তারাই চলে যাচ্ছেন।’ যদিও দিলীপের সাফাই, ‘অনেক লোক বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এসেছিলেন৷ এখন দেখছেন যে প্রত্যাশা নিয়ে এসেছিলেন তা পূরণ হচ্ছে না৷ ক্ষমতার কাছাকাছি দল এলে অনেক লোক আসে৷ ক্ষমতার অলিন্দে সবাই থাকতে চায়৷ ক্ষমতার বিরুদ্ধে থাকা সবসময়ই মুশকিল৷’
