সপ্তাহের শুরুতেই ব্যস্ততা তুঙ্গে নবান্নে। আজ, সোমবার সেখানে হবে একাধিক জরুরি বৈঠক। এদিন একদিকে যেমন রয়েছে লোকায়ুক্ত এবং রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নির্বাচন নিয়ে আলোচনা। তেমনি হবে মন্ত্রিসভার বৈঠকও। সোমবার দুপুর ১ টানা নাগাদ লোকায়ুক্ত ও মানবাধিকার কমিশন নিয়ে বৈঠকে যোগ দেওয়ার জন্য তলব করা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তাঁকে চিঠি পাঠিয়ে বৈঠকে থাকার আমন্ত্রণ জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব।
প্রসঙ্গত, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নির্বাচনের জন্য তিনজনের একটি কমিটি তৈরি হয়েছিল আগে। এই কমিটিতে রয়েছেন মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সোমবার এই কমিটির বৈঠক হওয়ার কথা দুপুর ১টা নাগাদ। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নির্বাচনে সিলমোহর দেওয়ার কথা আজই। সেই কারণে এই জরুরি বৈঠকে থাকার জন্য স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা চিঠি লিখে ডেকে পাঠিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। অন্যদিকে, বিকেল ৩টে নাগাদ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা। একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে এই বৈঠক থেকে। মুখ্যমন্ত্রী এই বৈঠক ডেকেছেন বলে খবর।
