ফের বড়সড় সমস্যায় মুখে পড়তে চলেছেন যাত্রীরা। পূর্ব রেলের সিদ্ধান্ত অনুযায়ী বাংলায় বাতিল মোট ৯৬টি ট্রেন। এর মধ্যে একাধিক ট্রেন মালদা ডিভিশনের। একধাক্কায় এতগুলো ট্রেন বাতিল হওয়ায় চাপে সাধারণ জনগণ। এই নিয়ে চলতি মাসে বাংলার একাধিক জায়গায় ট্রেন বাতিলের ঘটনা ঘটল। এর আগে হাওড়া-ব্যান্ডেল লাইনে বাতিল ছিল একাধিক ট্রেন৷ এবার হাওড়া-মালদা লাইনের একাধিক মেইল এবং এক্সপ্রেস ট্রেন বাতিল করল পূর্ব রেল। যাত্রীদের মধ্যে মাথাচাড়া দিয়েছে অসন্তোষ।
উল্লেখ্য, সারা দেশজুড়েই তীব্রতর হচ্ছে তাপ সংকট। কয়লার ঘাটতি দেখা গিয়েছে। দেশে বাড়ছে বিদ্যুৎহীনতার পরিমাণ। কয়লার জোগান ঠিক রাখতেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। আজ প্রায় ২৯৮টি ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে বাংলার একাধিক ট্রেন আছে। এছাড়া আছে মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ সহ একাধিক জায়গার ট্রেন। সব মিলিয়ে তাই বেশ চাপের মুখে যাত্রীরা। অন্যদিকে মালদা ডিভিশনে তৈরি করা হচ্ছে নতুন রেললাইন। তৃতীয় রেললাইন বলে পরিচিত এই লাইন তৈরির জন্য বাতিল করা হয়েছে ৪৩ জোড়া ট্রেন। মালদা ডিভিশনের একধিক ট্রেনও বাতিল করা হয়েছে। মে মাসের ২৬ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত একাধিক মেইল এবং এক্সপ্রেস ট্রেনও বাতিল করা হয়েছে।
মে মাসের ২৮ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত মালদা ডিভিশনের মালদা-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস আপ এবং ডাউন দুটোই বন্ধ থাকবে। এছাড়া হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেস, হাওড়া বালুরঘাট এক্সপ্রেস, শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার তিস্তা-তোর্সা এক্সপ্রেস, কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস, ডিব্রুগর-হাওড়া কামরুপ এক্সপ্রেস, হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস প্রভৃতি ট্রেন বন্ধ থাকবে বেশ কয়েকদিন। স্বাভাবিকভাবেই যাতায়াতের সমস্যার মুখে যাত্রীরা।