অর্জুনের পথে চলতি মাসের ৩০ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যারাকপুরের সভায় কি আরও অনেকের যোগদান করার সম্ভাবনা? তুমুল জল্পনা শুরু রাজনৈতিক মহলে। সদ্য তৃণমূলে যোগ দেওয়া অর্জুনের বিধায়ক পুত্র বিজেপির পবন সিং-সহ আরও বেশ কয়েকজন গেরুয়া শিবির ছেড়ে শাসকদলে যোগ দিতে চলেছেন বলে খবর।
অর্জুন সিংকে প্রশ্ন করা হয়েছিল, ‘আপনার বিধায়ক পুত্র কি তৃণমূলে যোগ দেবেন? প্রশ্নের উত্তরে অর্জুন সিং বলেন, শুধু ও নয়, দেখুন না ৩০ তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে কী হয়। অর্জুন সিংয়ের ইঙ্গিতপূর্ণ মন্তব্যে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। তাহলে কি অর্জুনের পথেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপির আরও সাংগঠনিক ধস নামতে চলেছে? উত্তর দেবে সময়ই।
উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এক ধাপ এগিয়ে বললেন, ২০২৪ এর লোকসভা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে না। ২০২৩ সালেই বিজেপির সব বিধায়ক তৃণমূলে যোগ দেবেন। শুভেন্দু অধিকারীও? প্রশ্নের উত্তরে জ্যোতিপ্রিয় মল্লিকের জবাব, ‘দেখুন না কী হয়। বাংলায় রাজনীতিবিদদের একমাত্র বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায়। অর্জুন সিং দেরিতে হলেও বুঝেছেন। রাজ্যের প্রতি কেন্দ্রের যা বঞ্চনা তাতে আগামী দিনে বাংলায় বিজেপি করার লোক থাকবে না’।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দাপুটে বিজেপি নেতা অর্জুন সিংয়ের নিজের পুরনো দল তৃণমূলে যোগদানের পর পার্থ ভৌমিক জ্যোতিপ্রিয় মল্লিক রাজ চক্রবর্তী ও অন্যান্য নেতৃত্বকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠকে কেন্দ্রের বঞ্চনা ও বিজেপির বিরুদ্ধে তোপ দেগে অর্জুন সিং বললেন, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র তথা বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সাথি হতেই তৃণমূলে ফিরলাম। তবে অর্জুন সিংয়ের খাস তালুকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত শ্যামনগরে আগামী ৩০ মে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।