তিন বছর পর রবিবার বিকেলে তৃণমূলে ঘরওয়াপসি হয়েছে অর্জুন সিংয়ের ৷ তারপর থেকেই জল্পনা শুরু হয়েছে হুগলীর বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে। অর্জুন সিংয়ের দলবদলের পরেই তৃণমূলের মিডিয়া সেলের টুইট ঘিরে জল্পনা শুরু হয়েছে। সেখানে স্পষ্ট করে লেখা হয়েছে, ‘সঙ্গে থাকুন। পাশে থাকুন। রাজনীতিতে সবই সম্ভব। অসম্ভব কে সম্ভব করার নাম ই হলো রাজনীতি’। যা ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।
রাজ্য বিজেপিতে বিক্ষুব্ধ বলেই পরিচিত লকেট চট্টোপাধ্যায়। একাধিকবার দলের কার্যকলাপ নিয়ে সরব হয়েছেন তিনি। গত মাসেই সাসপেণ্ড হওয়া রীতেশ তিওয়ারি এবং জয়প্রকাশ মজুমদারের আলাদা করে বৈঠক করতে দেখা যায় তাঁকে৷ আলাদা করে বৈঠক করেন বিক্ষুব্ধ কেন্দ্রিয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গেও।
এরপর জয়প্রকাশ মজুমদার দলবদল করে বলেন, বিজেপিতে কয়েকজন নেতারা অসন্তুষ্ট। বিজেপিতে উন্মুক্ত বাতাস নেই। তিনি যাদের সঙ্গে বৈঠক করেছেন অনেক নেতারা দলবদল করতে চাইছে। তখন থেকেই লকেটকে নিয়ে আলোচনা শুরু হয়েছিল। যদিও তৃণমূল যোগের জল্পনা বারবার এড়িয়ে গেছেন লকেট। এখন আবার অর্জুন সিংয়ের দলবদলের পর লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে।
তবে তৃণমূল এবং লকেটের তরফে কিছুই জানানো হয়নি। এটা অবশ্য তৃণমূলের মিডিয়া সেলের তরফে একটি পোস্ট। তবে এই পোস্টকে এড়িয়ে যাচ্ছেন না রাজনৈতিক মহল৷ বরং বাংলায় সম্ভাবনাময় রাজনীতিতে এধরনের ঘটনাকে নিত্তনৈমিত্তিক বলেই আখ্যা দিচ্ছেন তাঁরা।