বঙ্গ বিজেপির অন্তর্দ্বন্দ্ব দিনে দিনে প্রকট হয়েছে। দলে থেকেও রাজ্য নেতৃত্বের সমালোচনায় যাঁরা সরব হয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম অনুপম হাজরা। সাম্প্রতিক উপ নির্বাচনে বিজেপির হারের পরও দলের একাংশের বিরুদ্ধে সমালোচনা করতে দেখা গিয়েছে তাঁকে। এবার অর্জুন সিং-এর দলবদলের পর ফের সেই একই সুর শোনা যাচ্ছে অনুপমের গলায়। একদিকে যখন বঙ্গ বিজেপির নেতারা প্রকাশ্যে বলছেন, অর্জুন চলে যাওয়ায় দলের তেমন কোনও ক্ষতি হয়নি। অন্যদিকে তখন অনুপমের দাবি, দক্ষ সংগঠক হিসেবে যাঁরা কাজ করছিলেন, তাঁরা চলে গেলে ক্ষতি তো হবেই! আর সেটা মেনে নেওয়া প্রয়োজন।
রবিবার শিবির বদল করে ফের ঘাসফুলে ফিরেছেন ব্যারাকপুরের সাংসদ। আর সোমবারই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট অনুপমের। সেই পোস্টে তাঁর দাবি, কোনও ক্ষতি হবে না বলে উড়িয়ে না দিয়ে ক্ষতির কথাটাত মানতে শেখা দরকার। তাঁর আরও দাবি, যাঁরা নিজেদের স্বার্থে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁদের দলবদলকে গুরুত্ব না দিলেও চলে। কিন্তু, অপেক্ষাকৃত উচ্চ পদমর্যাদার কেউ ছেড়ে গেলে, তাতে অবশ্যই দলের ক্ষতি হয় বলে মনে করেন তিনি। বর্তমানে কাউন্সিলর ভোট জিততে কালঘাম ছুটে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন অনুপম।
অর্জুনের নাম না করে অনুপম বলেন, ‘যাঁরা দক্ষ সংগঠক হিসেবে দলকে জিতিয়েছেন, তাঁরা চলে গেলে দলের ক্ষতি হয়।’ আর কেন তাঁরা দল ছেড়ে যাচ্ছেন সেটা নিয়ে একটা বৈঠক হওয়াজ প্রয়োজন বলেও মনে করেন তিনি। অনুপম আরও উল্লেখ করেন, কয়েক দিন অন্তর একেক জন দল ছেড়ে চলে যাচ্ছেন।