এবার বীরভূমের পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামীর মৃত্যু ঘিরে শুরু হল চাঞ্চল্য। গতকাল, অর্থাৎ রবিবার রাত ১০ টা পর্যন্ত ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলেছিলেন তিনি। আর সকালে উদ্ধার তাঁর ঝুলন্ত দেহ। এবারই প্রথম নয়, এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে খবর। নিজের বাড়ি থেকে উদ্ধার বীরভূমের মহম্মদবাজার পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামীর দেহ। মৃত ব্যক্তির নাম রবীন মাহারা। তাঁর স্ত্রী শম্পা মাহারা মহম্মদবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি। কিন্তু কী এমন হল যে এভাবে ঝুলন্ত দেহ উদ্ধার হল খোদ পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামীর? উঠছে প্রশ্ন।
এবিষয়ে মৃতের দাদা জানিয়েছেন, “ভাইয়ের পারিবারিক একটা সমস্যা হয়েছিল। আমি জানালা খুলেই দেখলাম দাদা ঝুলছে। এরপর আর দেখতে পারিনি। অজ্ঞান হয়ে যাই। এর আগেও একাধিকবার আত্মহত্যা করার চেষ্টা করেছে। স্ত্রীর সঙ্গে, বাবা মায়ের সঙ্গে নানা সমস্যা।অশান্তি হত। বর্তমানে ঠিকাদারি করত, পোলট্রির ফার্ম ছিল। রাত ১০টা পর্যন্ত কথা হয়েছিল। বার বার বলত এবার আমি চলে যাব। বার বার বোঝাতাম। কিন্তু বুঝল না।” সূত্র অনুযায়ী, দীর্ঘদিন ধরেই পারিবারিক বিবাদ চলছিল। এ নিয়ে নানা অশান্তিতে ভুগতেন তিনি।এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। দিন কয়েক আগে একসঙ্গে অনেকগুলি ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিলেন তিনি। তখন তাঁর শারীরিক অবস্থান ক্রমেই অবনতি হতে থাকে। তাঁকে সেই সময় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দিন কয়েক আগেই তিনি কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। আর তারপরেই সোমবার বাড়ি থেকেই উদ্ধার করা হয় তার ঝুলন্ত দেহ। সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
