রেলের সিদ্ধান্ত নিয়ে ফের বিতর্কের সূত্রপাত হল। কলকাতা মেট্রোর পর এবার রেলের হাওড়া ডিভিশন। আয় বাড়াতে আয় বাড়ানোর নতুন পদক্ষেপ নিল রেল। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনের নাম এবার বদলে যাবে। তাদের সঙ্গে এ বার জুড়তে পারে বেসরকারি সংস্থার নাম। ইতিমধ্যেই এ নিয়ে দরপত্র ডেকেছে রেল সূত্রে খবর।
উল্লেখ্য, খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। হাওড়া ডিভিশনের বহু স্টেশনের নামে লুকিয়ে আছে ইতিহাস, ঐতিহ্য। তাই পুরনো নামে বদলে দিলে স্টেশনগুলির ঐতিহ্য বহাল থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন মানুষ। প্রসঙ্গত, ইতিমধ্যেই কলকাতা মেট্রোর বেশ কয়েকটি স্টেশনের নামের সঙ্গে জুড়েছে বেসরকারি সংস্থার নাম। এবার সেই পথই অবলম্বন করল রেলও। যা নিয়েই শুরু হয়েছে তুমুল শোরগোল।
