গেরুয়া শিবিরই আসলে আস্ত কমেডি শো’এ পরিণত হয়েছে। একদিকে তো উপনির্বানে হেরে ভূত হয়েছে। অন্যদিকে তাদের দলের ভিতরের কোন্দল লেগেই রয়েছে। তার মধ্যে জানা গেল এক অদ্ভুত মজার ব্যাপার। বাংলার চিন্তায় চিন্তায় যার কিনা ঘুম উড়েছে সেই রাজ্যপাল জগদীপ ধনকর সঠিক করে বাংলার শিক্ষামন্ত্রীর নামটুকুও জানেন না। সোমবার সকালে তিনি জরুরি ভিত্তিতে রাজভবনে তলব করেছেন বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও শিক্ষাসচিব মণীশ জৈনকে।
আর সেই কথা তিনি বেশ গর্বের সঙ্গে টুইট করেও জানিয়েছেন। আর সেখানেই করে বসেছেন মস্ত বড় ভুল। রাজ্যের শিক্ষামন্ত্রীর তিনি নাম লিখেছেন, ব্রাত্যব্রত বসু রায় চৌধুরী। ব্রাত্য কবে রায় চৌধুরী হলেন সেটাই এখনও মনে করতে পারছেন না বাংলার শিক্ষাজগতের বা বাংলার নাট্য জগতের কেউ। মনে করা হচ্ছে, শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্যে এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে, সে সম্পর্কে আলোচনা করতে ডাকা হয়েছে শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবকেকে।
সোমবার তড়িঘড়ি করে ব্রাত্য ও মণীষকে কেন রাজভবনে ডাকা হয়েছে সেটা নিয়ে অবশ্য নিজের টুইটে কিছু লেখেননি রাজ্যপাল। তিনি শুধু লিখেছেন, ‘আজ দুপুরেই পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্যব্রত বসু রায় চৌধুরীকে এবং শিক্ষাসচিব মণীশ জৈনকে তলব করা হয়েছে রাজভবনে।’ তা সে যে কারণই থাকুক না কেন রাজ্যপাল রাজ্যের শিক্ষামন্ত্রীর নামটুকুও ঠিকঠাক ভাবে জানেন না, এটা দেখে এখন হাসছে গোটা বাংলা। ভাইরাল হয়েছে সেই টুইট। শুরু হয়েছে জল্পনা।