রেলে প্রবীণদের টিকিটের ছাড় এখনই পাওয়া যাবে না। সংসদে দাঁড়িয়ে আগেই এ কথা জানিয়ে দিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোঁ। কিন্তু ফের কবে থেকে ছাড় মিলবে, তা নিয়ে কিছুই জানাননি তিনি৷ ফলে এ নিয়ে ক্রমশই চিন্তা দানা বেঁধেছে। এই পরিস্থিতিতে রেলমন্ত্রকের কাছে প্রবীণদের টিকিটে ছাড় দেওয়ার আবেদন জানালেন সিপিআই সাংসদ বিনয় বিশ্বম। রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণবের কাছে আর্জি পৌঁছে দিয়েছেন তিনি।
প্রথমে টুইট করেছিলেন বিনয়। তবে পরে চিঠির মাধ্যমেই আর্জি জানিয়েছেন তিনি। চিঠিতে লিখেছেন, গোটা দেশ জুড়ে কোটি কোটি সিনিয়র সিটিজেন বিশেষ ছাড় না পেয়ে ক্ষতিগ্রস্থ। তাদের সকলের সামর্থ নেই। কোভিডের সময় থেকেই এই কাজ শুরু হয় তবে বর্তমানে সেটি এখনও চলছে। যেহেতু দেশে আর কোনও বিধিনিষেধ নেই, তাই পুরনো নিয়ম ফিরিয়ে আনা হোক। তিনি আরও জানান, ভারতীয় রেলের প্রাথমিক উদ্দেশ্য মানুষকে দক্ষ পরিষেবা দেওয়া। বহু বছর ধরে এই সিনিয়র সিটিজেন ক্যাটাগরি সুবিধা পেয়ে আসছে। তাদের যাত্রার পথে যেন টাকা বাঁধা না হয়ে দাঁড়ায়।
প্রসঙ্গত, সেই ২০২০ সালের মার্চ মাস থেকে অর্থাৎ কোভিড অতিমারির প্রথম ঢেউ থেকে ভারতীয় রেলে বন্ধ রয়েছে সিনিয়র সিটিজেন কনসেশন বা বরিষ্ঠ সাধারণ নাগরিকদের জন্য টিকিটে ছাড়। বর্তমানে, কোভিড অতিমারির প্রকোপ দেশে অনেকটা মিটেছে। যাতায়াত স্বাভাবিক হয়েছে। রেলে ধীরে ধীরে ফিরেছে বেডরোল সহ একাধিক জিনিস। তবু ফেরানো হয়নি সিনিয়র সিটিজেন কনসেশন। যার ফলে অসুবিধায় পড়েছেন দেশের বড় অংশের সিনিয়র সিটিজেনরা।