সকাল সকাল দক্ষিণ ২৪ পরগনায় মহেশতলার একটি গেঞ্জি কারখানায় বিধ্বংসী আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ। চরম আতঙ্কিত এলাকাবাসী। ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। মোল্লার গেটের কাজে এই ঘটনায় আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। দমকল কর্মীরা কারখানার ভিতরে ঢুকে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন।
সূত্রের খবর, এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে আগুন নিয়ন্ত্রণ না এলেও যে বিভীষিকা তৈরি হয়েছিল, তা অনেকটাই কমেছে। তবে প্রচুর ক্ষতির আশঙ্কা করছে কারখানা কর্তৃপক্ষ। মোল্লার গেট এলাকায় এমন অগ্নিকাণ্ডের জেরে বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। তবে দমকল কর্মীরা তাঁদের আশ্বস্ত করেছেন। অগ্নিকাণ্ডের জেরে আপাতত বন্ধ রাখা হয়েছে কারখানাটি। এখনও এ বিষয়ে কর্তৃপক্ষের মুখে কুলুপ। আগুন লাগার কারণ খতিয়ে দেখবে দমকল।
মহেশতলার মোল্লার গেট খালপাড় এলাকার ওই গেঞ্জি কারখানার গুদাম ঘরে সকাল ৯ টা নাগাদ ভয়াবহ আগুন লেগে যায়। ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের চারটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছে। পুলিশও পৌঁছয় ঘটনাস্থলে রয়েছে। দমকল কর্মীদের দাবি, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে এই আগুন লেগেছে। তবে দমকলের প্রাথমিক লক্ষ্য, আপাতত আগুন নিয়ন্ত্রণে এনে ক্ষয়ক্ষতি বুঝে দেখা। কারখানার ভিতরে কোনও কর্মী না থাকায় প্রাণহানি হয়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।