একে করোনায় রক্ষে নেই, তার উপর দোসর হয়েছে ভয়ঙ্কর মুদ্রাস্ফীতি। জিনিসপত্র ছোঁয়া যায় না। আগুন দাম বাজারে। আর তার উপর সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। করোনা, মুদ্রাস্ফীতি, সামাজিক অসাম্য লক্ষাধিক ভারতবাসীকে চরম অভাবের মুখে ঠেলে দেবে। এমনই এক চাঞ্চল্যকর রিপোর্ট দিয়েছে অক্সফাম। তাদের প্রতিবেদন অনুসারে, ২,৬৩,০০০০০০ মানুষ চরম অভাবের সম্মুখীন হবে। অর্থাৎ প্রতি ৩৩ ঘণ্টায় ১০ লক্ষ মানুষকে ভয়াবহ দারিদ্র্যের সামনে পড়তে হবে। কাজ হারাবেন লক্ষাধিক। রিপোর্টে বলা হয়েছে, করোনার আগে বলা হয়েছিল ভারতে লিঙ্গ বৈষম্য দূর হতে সময় লাগবে ১০০ বছর। বর্তমান পরিস্থিতি বলছে এই অসাম্য দূর করতে সময় লাগবে কম করেও ১৩৬বছর। রিপোর্টে বলা হয়েছে, মহিলাদের কর্মসংস্থানের হার চলতি বছরে অস্বাভাবিক হারে কম হবে।
অতিমারীর সময় বহু মহিলা চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন। কোনও কোনও ক্ষেত্রে তাদের চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল। অতিমারীকালে আর্থিক পরিস্থিতির অবনতি হওয়ায় বহু মহিলাকে মাসের পর মাস বিনা বেতনে কাজ করতে হয়েছে। অক্সফামের রিপোর্টে বলা হয়েছে, শুধু ভারত নয়। এই ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হবে বিশ্বের অন্যান্য দেশকেও। সমীক্ষক সংস্থা বিবৃতি জারি করে জানিয়েছে, ‘করোনা-উত্তর পরিস্থিতিতে চাকা এখন উল্টোদিকে ঘুরতে শুরু করেছে। এই ভয়াবহ পরিস্থিতির মুখে যাতে দেশবাসীকে পড়তে না হয়, তার জন্য সরকারের উচিৎ আগাম ব্যবস্থা নেওয়া। প্রসঙ্গত করোনায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন শিল্প। পরিস্থিতি আগের থেকে কিছুটা উন্নতি হলেও দেশের সার্বিক আর্থিক পরিস্থিতির তেমন উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হয়নি।
