কিছুদিন আগেই জঙ্গলমহলের দুই জেলা মেদিনীপুর ও ঝাড়গ্রাম থেকে ঘুরে গিয়েছেন তিনি৷ এবার পালা বাঁকুড়া ও পুরুলিয়া৷ আগামী ৩১ মে পুরুলিয়া এবং ১ জুন বাঁকুড়ায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ হাতে মাত্র আট দিন৷ আর তাই এই মুহূর্ত ত্রস্ত জেলা প্রশাসনের আমলা থেকে দলের নেতারা৷ কারণ, সবই যে ওঁর নখদর্পণে৷ কখন কী জিজ্ঞেস করে বসেন, তা ভেবেই এয়ার কন্ডিশন ঘরে বসেও কুলকুল করে ঘেমে উঠছেন আমলারা৷ তথৈবচ হাল জেলার নেতাদেরও৷
কারণ, উন্নয়নের প্রশ্নে তিনি যে কাউকেই রেয়াত করেন না সেটা বারে বারে স্পষ্ট করেছেন৷ একেবারে হাটে হাঁড়ি ভাঙার স্টাইলে প্রশাসনিক বৈঠকেই চেয়ে বসেছেন কৈফিয়ত৷ যার ফলে বারে বারে আমলা থেকে জন প্রতিনিধিকে হতে হয়েছে অপদস্থ৷ সম্প্রতি মেদিনীপুর ও ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠক থেকে সেটা আরও একবার স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ স্বভাবতই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরকে ঘিরে তটস্থ আমলা থেকে নেতার দল৷ আবার আইন শৃঙ্খলার প্রশ্নে ঝাড় খাওয়ার ভয়ে কাঁটা হয়ে রয়েছেন পুলিশ, প্রশাসনের একাংশ আধিকারিকেরা৷
