চাপে পড়ে রবিবার পেট্রোল ও ডিজেলের শুল্কে কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তবে এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিলেন যে, পেট্রল-ডিজেলে কেন্দ্রের শুল্ক-ছাড়ে ভাগ আছে রাজ্যেরও। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন মমতা। এর ব্যাখ্যাও বিস্তারিত বলেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্র পেট্রোলে ৮ টাকা এবং ডিজেলে ৬ টাকা এক্সাইজ ডিউটি কমিয়েছে। এর মধ্যে রাজ্যের ১ টাকা ৮০ পয়সা এবং ১ টাকা ৩ পয়সা রয়েছে। এর আগে রাজ্য পেট্রল, ডিজেলে ১ টাকা করে ছাড় দিয়েছে। অর্থাৎ, রাজ্য পেট্রোলে ২ টাকা ৮০ পয়সা এবং ডিজেলে ২ টাকা ৩ পয়সা ছাড় দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, কেন্দ্র সেসের টাকা কমাতে পারলেও সেটা করেনি। এক্সাইজ ডিউটি কমালে তার কিছুটা ভাগ রাজ্যের ওপরে চাপানো যায়, তাই পরিকল্পিতভাবেই এমনটা করেছে মোদী সরকার।
এর পাশাপাশি, কর ছাড় নিয়ে দেশের অন্যান্য রাজ্যকেও একহাত নিলেন মমতা। তিনি বলেন, পেট্রোল-ডিজেলে কেরল, মহারাষ্ট্র, রাজস্থানের থেকে বেশি ছাড় দিচ্ছে বাংলা। পেট্রোলে রাজস্থান ২ টাকা ৪৮ পয়সা, কেরল ২ টাকা ৪১ পয়সা এবং মহারাষ্ট্র ২ টাকা ৮ পয়সা ছাড় দেয়। সেখান রাজ্য সরকার পেট্রলে ২ টাকা ৮০ পয়সা ছাড় দিচ্ছে। “পেট্রোলে শুল্ক ছাড় দেওয়ার ফলে রাজ্যের ২৭৩.৮ কোটি ক্ষতি হয়েছে। ডিজেলে শুল্ক ছাড় দেওয়ার ফলে রাজ্যের ৩৬৮.৩৭ কোটি টাকা ক্ষতি হয়েছে। সেস বাবদ ক্ষতি হয়েছে আরও ৫০০ কোটির। সবমিলিয়ে রাজ্যে প্রায় ১১০০ কোটি টাকা ক্ষতি হয়েছে।” অপরদিকে, ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত পেট্রোল-ডিজেল থেকে কেন্দ্রের লাভ হয়েছে ৮০ লক্ষ ২৩ হাজার ৩২৪ কোটি টাকা, এমনটাই জানান মুখ্যমন্ত্রী। – স্মরণ করিয়ে দিলেন মমতা
চাপে পড়ে রবিবার পেট্রোল ও ডিজেলের শুল্কে কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তবে এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিলেন যে, পেট্রল-ডিজেলে কেন্দ্রের শুল্ক-ছাড়ে ভাগ আছে রাজ্যেরও। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন মমতা। এর ব্যাখ্যাও বিস্তারিত বলেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্র পেট্রোলে ৮ টাকা এবং ডিজেলে ৬ টাকা এক্সাইজ ডিউটি কমিয়েছে। এর মধ্যে রাজ্যের ১ টাকা ৮০ পয়সা এবং ১ টাকা ৩ পয়সা রয়েছে। এর আগে রাজ্য পেট্রল, ডিজেলে ১ টাকা করে ছাড় দিয়েছে। অর্থাৎ, রাজ্য পেট্রোলে ২ টাকা ৮০ পয়সা এবং ডিজেলে ২ টাকা ৩ পয়সা ছাড় দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, কেন্দ্র সেসের টাকা কমাতে পারলেও সেটা করেনি। এক্সাইজ ডিউটি কমালে তার কিছুটা ভাগ রাজ্যের ওপরে চাপানো যায়, তাই পরিকল্পিতভাবেই এমনটা করেছে মোদী সরকার।
এর পাশাপাশি, কর ছাড় নিয়ে দেশের অন্যান্য রাজ্যকেও একহাত নিলেন মমতা। তিনি বলেন, পেট্রোল-ডিজেলে কেরল, মহারাষ্ট্র, রাজস্থানের থেকে বেশি ছাড় দিচ্ছে বাংলা। পেট্রোলে রাজস্থান ২ টাকা ৪৮ পয়সা, কেরল ২ টাকা ৪১ পয়সা এবং মহারাষ্ট্র ২ টাকা ৮ পয়সা ছাড় দেয়। সেখান রাজ্য সরকার পেট্রলে ২ টাকা ৮০ পয়সা ছাড় দিচ্ছে। “পেট্রোলে শুল্ক ছাড় দেওয়ার ফলে রাজ্যের ২৭৩.৮ কোটি ক্ষতি হয়েছে। ডিজেলে শুল্ক ছাড় দেওয়ার ফলে রাজ্যের ৩৬৮.৩৭ কোটি টাকা ক্ষতি হয়েছে। সেস বাবদ ক্ষতি হয়েছে আরও ৫০০ কোটির। সবমিলিয়ে রাজ্যে প্রায় ১১০০ কোটি টাকা ক্ষতি হয়েছে।” অপরদিকে, ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত পেট্রোল-ডিজেল থেকে কেন্দ্রের লাভ হয়েছে ৮০ লক্ষ ২৩ হাজার ৩২৪ কোটি টাকা, এমনটাই জানান মুখ্যমন্ত্রী।