সোমবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ শুরু হয়েছিল ঝড় বৃষ্টি। আচমকা ৯০ কিলোমিটার বেগে ঝড়ে কেঁপে উঠল দিল্লী। সকাল সকাল আতঙ্কের স্পষ্ট ছাপ সকলের মুখে মুখে। আকাশ কালো করে আঁধার নামল রাজধানীতে। সোমবার সকালে দিল্লীবাসীর ঘুম ভাঙল এক প্রবল কালবৈশাখী ঝড়ে। এরফলে ব্যাহত হয় বিমান চলাচলও।
শেষে রাজধানীর বিমানযাত্রীদের উদ্দেশে সতর্কবার্তা জারি করতে বাধ্য হয় বিমান পরিবহণ সংস্থাগুলিও। তারা জানায়, বিমানবন্দরে রওনা হওয়ার আগে যাত্রীরা যেন তাঁদের বিমানের রওনা হওয়ার সময় দেখে নেন। ৯০ কিলোমিটার বেগে সেই ঝড়ে মুহূর্তেই ‘ব্ল্যাক আউট’ হয়ে যায় গোটা রাজধানী। সোমবার সকাল সাড়ে পাঁচটা থেকেই শুরু হয়েছিল ঝড় বৃষ্টি।
প্রায় এক ঘণ্টা পর সাড়ে ছ’টা নাগাদ মৌসম ভবন জানিয়ে দেয়, দিল্লী এবং রাজধানী সংলগ্ন এলাকায় ৬০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আরও দু’ ঘণ্টা চলতে পারে। সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিও হবে। সোমবার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে বহু বিমান উড়তে না পারায় বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে যাত্রীদের বিমান সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করার কথা বলা হয়। টুইট করে এ কথা জানায় দিল্লী বিমানবন্দর।
পরে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়ার মতো বিমানসংস্থাগুলিকেও দেখা যায় খারাপ আবহাওয়ার জন্য বিমান চলাচল ব্যাহত হওয়ার কথা টুইট করে জানাতে। গত কয়েক দিন ধরেই তীব্র গরমের দাবদাহে পুড়ছিল দিল্লী। এর মধ্যে দিল্লীর সর্বোচ্চ তাপমাত্রা রাজস্থানের উষ্ণতম শহর চুরুকেও ছাড়িয়ে গিয়েছিল। ৪৯ ডিগ্রি ছাড়িয়েছিল দিল্লীর তাপমাত্রা। সোমবারের ঝড়বৃষ্টি তাতে কিছুটা স্বস্তি দিলেও আরও দুর্ভোগের মধ্যে পড়েছেন দিল্লীর বাসিন্দারা।