এবার মহানগরীর বাসিন্দাদের আরও উন্নত পরিষেবা প্রদান করতে উদ্যোগ নিল কলকাতা পুরসভা। কাউন্সিলারদের একগুচ্ছ নির্দেশিকা দিলেন মহানাগরিক ফিরহাদ হাকিম। তিনি যে সব প্রস্তাব দিয়েছেন, তাতে বেনিয়ম কমবে এবং ভবিষ্যতে শহরের বাসিন্দাদের জীবনধারণের মান আরও উন্নত হবে। এমনই মনে করছে তথ্যাভিজ্ঞ মহল। মেয়রের কথা অনুযায়ী, এখন থেকে নিজের ওয়ার্ডে ইচ্ছেমত ঠান্ডা জলের মেশিন বসাতে পারবেন না কাউন্সিলররা। যে সংস্থাকে দিয়ে এই কাজ করানো হবে, রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে তাদের। পাঁচ বছর রক্ষণাবেক্ষণ করতে হবে তাদের। নাহলে জলের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।
এর পাশাপাশি, শহরবাসীকে প্লাস্টিক, থার্মোকল ব্যবহার না করার আবেদন জানিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এছাড়া, যে সব জায়গায় পার্কিংয়ের জায়গা দখল হয়ে গেছে, সেখানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ডেঙ্গু সংক্রমণ রুখতে অভিযানে নামছে পুরসভা। সাথে, হকারদের প্লাস্টিক খোলার অভিযানেও গৃহীত হয়েছে উদ্যোগ।
