লন্ডনে ‘আইডিয়াজ ফর ইন্ডিয়া’ সম্মেলনে অংশ নিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। অলাভজনক থিঙ্ক-ট্যাঙ্ক ব্রিজ ইন্ডিয়া আয়োজিত এই সম্মেলনে ভারতের বর্তমান এবং ভবিষ্যৎ বিষয়েই আলোচনা করেন রাহুল। ‘ভারত রাজ্যগুলির একটি ইউনিয়ন। অথচ সেখানে বিভিন্ন প্রতিষ্ঠান এখন আক্রমণের মুখে। কথোপকথন ও আলোচনার জায়গা কমছে,’ বলেন ওয়ানাড়ের সাংসদ। এই বিশেষ অনুষ্ঠানে ভারত থেকে রাজনৈতিক ও অরাজনৈতিক বহু বক্তারাই অংশ নেন। বৃহস্পতিবার গভীর রাতে যুক্তরাজ্যে পৌঁছন রাহুল। কংগ্রেস নেতা সলমান খুরশিদ এবং প্রিয়াঙ্ক খাড়গেও এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
একটি টুইটে অনুষ্ঠানের কিছু ছবি শেয়ার করেছেন রাহুল। পোস্টে রাহুল লেখেন, ‘ভারতের গণতন্ত্র বিশ্বজনীন বিষয়। আমরাই একমাত্র মানুষ যারা এমন ভাবে গণতন্ত্রকে অতুলনীয় মাত্রায় পরিচালনা করেছি। লন্ডনের সম্মেলনে নানান বিষয়ের উপর সমৃদ্ধ মতবিনিময় হয়েছে’।
অন্যদিকে, দেশে বেশ বিপাকেই কংগ্রেস। গুজরাতে নির্বাচনের আগে দলের রাজ্য সভাপতি হার্দিক প্যাটেল পদত্যাগ করেছেন। ৩৪ বছর আগের এক মামলায় কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুকে এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
২০২২ সালে গুজরাত ও হিমাচল প্রদেশ, ২০২৩ সালে মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, কর্ণাটক, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মিজোরাম, রাজস্থান এবং তেলেঙ্গানা, ২০২৪ সালে সিকিম, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, উড়িষ্যা, হরিয়ানা, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন আর মূল চ্যালেঞ্জ- ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সংগঠনকে শক্তিশালী করার চিন্তাভাবনার উদ্দেশ্যে রাজস্থানের উদয়পুরে একটি চিন্তন শিবিরের আয়োজন করে কংগ্রেস। দেশে জনসংযোগ বাড়াতে কাশ্মীর থেকে কন্যাকুমারী পদযাত্রার আয়োজনও করারও ভাবনা রয়েছে কংগ্রেসের।