বিগত বেশ কয়েকদিন ধরেই বারাণসী জ্ঞানবাপী মসজিদ নিয়ে বিতর্ক চরমে উঠেছে। আদালতের নির্দেশে মসজিদে সমীক্ষা চলেছে। এবার জ্ঞানবাপী মসজিদের সেই ভিডিয়োগ্রাফি সমীক্ষা সংক্রান্ত রিপোর্টের ‘বাছাই’ করা অংশ সংবাদ মাধ্যমে ফাঁস করা হচ্ছে বলে শুক্রবার হিন্দুপক্ষের আবেদনকারীদের কড়া সমালোচনা করল সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য, ওই রিপোর্ট একমাত্র শীর্ষ আদালতেরই খোলার কথা। শাস্তি স্বরূপ, জ্ঞানবাপী মসজিদের মামলাটি এদিন বারাণসীর নিম্ন আদালত থেকে সরিয়ে দেওয়ারও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নিম্ন আদালতের বদলে এই মামলার শুনানি চালাতে হবে বারণসীর জেলা বিচারকের এজলাসে, বলেছে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ। জানা গিয়েছে, এই মামলা শুনবেন বারাণসীর সবচেয়ে সিনিয়র বিচারক।
