বাংলার স্বয়ংসিদ্ধার সাফল্য দেখে এর আদলে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড, বিহার ও অসমেও নারীশক্তি বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। নারী পাচার রুখতে এই রাজ্যে পশ্চিমবঙ্গে পুলিসের নেতৃত্বে ‘স্বয়ংসিদ্ধা’ প্রকল্পের সফলতা মিলেছে। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বৃদ্ধি পেয়েছে নারীশক্তিরও। গত কয়েক বছরে নারী পাচারও কমেছে। তাই তিন প্রতিবেশী রাজ্যেও এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই তিন রাজ্যে পুলিস-প্রশাসনকে যুক্ত করেই এই কাজ চলছে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে নারী পাচার রুখতে এই বাংলাতেও চলছে একগুচ্ছ নতুন উদ্যোগ যার মাধ্যমে পাচার শূন্য করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
এক অনুষ্ঠানে কলকাতায় মার্কিন কনস্যুলেট জেনারেল মেলিন্ডা পাভেক এ রাজ্যের স্বয়ংসিদ্ধা কর্মসূচির প্রশংসা করেন। সেই সঙ্গে তিনি বলেন, মানব পাচার সমস্যার মোকাবিলা একা কোনও দেশের পক্ষে সম্ভব নয়। এর সমাধানে সরকার, পুলিশ, আদালত, এনজিও, কোম্পানি সহ সকলকেই এগিয়ে আসতে হবে।