বেশ কিছুদিন ধরেই ভারী বৃষ্টি এবং তা থেকে সৃষ্ট ভূমিধসের কারণে বিপর্যয়ের মুখে উত্তর-পূর্বের জনজীবন। আগরতলার মতো স্মার্ট সিটিতেও একবেলার বৃষ্টিতে বেহাল দশা। সেখানের বিভিন্ন প্রান্তে প্রায় এক কোমর সমান জল জমে। যার জেরে কার্যত বন্ধ নাগরিক পরিষেবা৷ এ হেন বন্যা পরিস্তিতিতে সেখানকার মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এল ত্রিপুরা প্রদেশ তৃণমূল। জনগণের এই কঠিন সময়ে তাঁদের বিপদে কাঁধে কাঁধ রেখে লড়াইয়ের বার্তা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। শুক্রবার সাধারণ মানুষের মধ্যে খাবারের প্যাকেট এবং ছাতা বিতরণ করেছে ত্রিপুরার তৃণমূল নেতৃত্ব।
গতকাল রাজ্যের রাজধানী আগরতলায় ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবল ভৌমিক এবং রাজ্যের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কর্মীরা খাদ্য বিতরণের অভিযান পরিচালনা করেন। সুবল ভৌমিক বলেন, ‘জলবদ্ধতা বিপর্যয় সৃষ্টি করেছে। গত চার বছরে, বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার মৌখিক পরিষেবা দেওয়া ছাড়া এই সমস্যার সমাধানের জন্য কিছুই করেনি। মানুষ তাদের ঘরবাড়ি ও জীবিকা হারিয়েছে। গোড়ালি সমান জলে পা দিয়ে ফটো সেশন করার পরিবর্তে, বিজেপি নেতাদের প্রয়োজন যাদের সাহায্য প্রয়োজন তাঁদের সাহায্যে এগিয়ে আসা।’ বিজেপি নেতৃত্বকে নিশানা করে সুবলের অভিযোগ, বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য সরকারের কাছ থেকে কোনও রকম সাহায্য পাওয়া যায়নি।
