১৯৯১ সালের ২১ মে অর্থাৎ আজকের দিনেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যা করা হয়। তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুরে একটি নির্বাচনী মিছিলে তাঁর উপর হামলা চালানো হয়। ধনু নামের এক মহিলা আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়। আজ তাঁর ৩১তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন স্ত্রী সোনিয়া গান্ধী এবং কন্যা প্রিয়াঙ্কা গান্ধী। দিল্লীর বীর ভূমিতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানান তাঁরা।
রাজীব গান্ধীর পুত্র তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীও টুইটে শ্রদ্ধা নিবেদন করেছেন। টুইটারে তিনি লেখেন, ‘আমার বাবা একজন দুরদর্শী নেতা ছিলেন যার নীতি আধুনিক ভারত তৈরিতে সাহায্য করে। উনি একজন দয়ালু এবং উদার মানুষ এবং আমার ও প্রিয়াঙ্কার খুব ভাল পিতা ছিলেন যিনি আমাদেরকে ক্ষমা এবং সহানুভুতির মূল্য শিখিয়েছিলেন। আমি তাঁকে এবং তাঁর সঙ্গে কাটানো সময় খুব মনে পরে।’