পাট শিল্প নিয়ে কেন্দ্রকে আক্রমণ জারি রেখেছেন তিনি। সরাসরি কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গয়ালের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে আন্দোলনে নামার বার্তাও দিয়েছেন। সরাসরি এ কথাও বলেছেন যে, বিজেপিতে যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁদের অনেকেই কাজের নয়। তাঁর হাব-ভাব দেখে ইতিমধ্যেই ‘ঘর ওয়াপসি’র পূর্বাভাস পাচ্ছেন রাজনীতির কারবারিরা। এরই মধ্যে বারাকপুরের বিক্ষুব্ধ বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের নয়া মন্তব্য ঘিরে নতুন করে শুরু হল জল্পনা। অপেক্ষা করুন কাল কী হয় দেখুন! এবার এমনই মন্তব্য করলেন তিনি।
প্রসঙ্গত, কয়েক সপ্তাহ ধরে পাটশিল্পের দুরাবস্থা নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগে চলেছেন অর্জুন। তাঁর মানভঞ্জন করতে ইতিমধ্যেই পাটের সর্বোচ্চ দাম তুলে দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। কিন্তু এখনও মন গলেনি অর্জুনের। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, জুটের সর্বোচ্চ দাম কমেছে। এটা পাটশিল্পের জন্য ভালো। নতুন আলোর দিশা দেখাচ্ছে। তবে টেরিফ কমিশন পাট শিল্পের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং বকেয়া টাকা নিয়ে কী করেন সেটাই দেখার। জল্পনা উস্কে অর্জুন বলেন, দেশের আমলারা যদি আগামী পলিটিক্যাল ইস্যু ঠিক করেন তাহলে রাজ্যের জন্য সেটা খারাপ৷ এতে দেশের সাধারণ মানুষের জন্য ক্ষতি৷ সব শেষে জল্পনা উস্কে দিয়ে অর্জুন বলেন, ‘ইয়ে থা আজতক, ইন্তেজার কিজিয়ে কালতক।’