বাংলায় ঢুকে তাণ্ডব, অবাধে ভাঙচুর, লুটপাটের অভিযোগ উঠলো খোদ বিহার পুলিশের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে যে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুরের প্রায় ২০টি বাড়ি।
জানা গেছে, হরিশ্চন্দ্রপুরের সাদলিচকে প্রায় ৫০-৬০ বছর ধরে গরিব মানুষেরা খাস জমিতে বসবাস করে আসছেন। গরিব মানুষদের এই বস্তিই বিহার থেকে পুলিশকে ডেকে এনে গরিব মানুষদের বস্তি উচ্ছেদ করানো হয়েছে , যা কিনা সম্পূর্ণ বেআইনি, এই অভিযোগ।
বিজেপি জোট শাসিত বিহারের পুলিশ কেন এবং কীভাবে রাজ্যে ঢুকে বাংলার বৈধ বাসিন্দাদের বাড়ি ভাঙচুর করল, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। বিহার সীমানা লাগোয়া হরিশ্চন্দ্রপুরের সাদলিচক গ্রাম-পঞ্চায়েতের ২০টি বাড়িতে ভাঙচুর চালানো হয়ে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।
বিহার পুলিশের হাতে মার খাওয়া আকালু দাস জানান, আমরা খেয়ে দেয়ে ঘুমিয়ে ছিলাম। এর মধ্যেই একদল সশস্ত্র পুলিশ আমাদের উপর হামলা চালায়। এরা বিহারের বিভিন্ন থানায় কর্মরত। আমাদের সমস্ত ঘরবাড়ি গুঁড়িয়ে দেয়। ব্যাপক মারধর করে। রেহাই পায়নি মহিলা শিশুরাও। আমরা দীর্ঘ ৭০ বছর ধরে হরিশ্চন্দ্রপুরের এই রাজ্য সড়কের ধারে বসবাস করছি। আমাদের আধার ভোটার সমস্ত কাগজপত্র বাংলার।