রামমন্দির নির্মাণে লালকৃষ্ণ আডবানী শুরু করেছিলেন রথযাত্রা। এবার নরেন্দ্র মোদীকে হটাতে ‘ভারত যাত্রা’ শুরু করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের যোগ্য প্রার্থী বাছাইয়ে ঐক্যমত গড়ে তোলার লক্ষ্যেই কয়েকটি অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট নেতাদের সঙ্গে কথা বলবেন তিনি।
ইতিমধ্যেই শুক্রবার বিশেষ বিমানে সদলবলে দিল্লী পৌঁছে গিয়েছেন কেসি আর। আজ শনিবার তিনি যাবেন পাঞ্জাবে। এরপর মহারাষ্ট্র, তামিলনাড়ু, ঝাড়খণ্ড, বিহার হয়ে আসবেন বাংলায়। প্রথম দফার সফর চলবে ৩০ মে পর্যন্ত। তবে এই যাত্রা থেকে তাৎপর্যপূর্ণভাবে কংগ্রেস শাসিত রাজস্থান এবং ছত্তীশগড়কে বাদ রেখেছেন কেসিআর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই তিনিও কংগ্রেসকে ছাড়াই বিজেপি বিরোধী জোট গড়ার পক্ষে।
বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী বাছাইয়ে তাঁর বিশেষ বিমানে ভারত সফরের কর্মসূচিকেও রাজ্যের আসন্ন বিধানসভা ভোটের সঙ্গে এক করে দেখছে রাজনৈতিক মহল। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী বেশ কিছুদিন ধরেই বার্তা দিচ্ছেন, এবার রাজ্যের বাইরে পা রাখতে চান। জাতীয় রাজনীতিতে ভূমিকা পালন করতে চান। বস্তুত, রাজ্য সরকারের অনেক কাজই এখন পুত্রের হাতে ছেড়ে রেখেছেন তিনি। বিধানসভা ভোটে জয় হাসিল করতে পারলে ছেলে কেটি রামারাওকে মুখ্যমন্ত্রীর আসনে বসিয়ে ২০২৪-এর জন্য ঝাঁপিয়ে পড়বেন, এমনটাই আভাস পাওয়া যাচ্ছে।
ভোট কুশলী প্রশান্ত কিশোর এই ছক বাতলে দিয়েছেন, মনে করছে রাজনৈতিক মহল। তেলেঙ্গানা রাষ্ট্রসমিতির হয়ে কাজ করছে প্রশান্তের কোম্পানি। যদিও ওই ভোট কুশলীর দাবি, তিনি কোনও সংস্থার সঙ্গে যুক্ত নন। ব্যক্তিগত সম্পর্কের খাতিরে পরামর্শ দিয়ে থাকেন।