এ যেন মগের মুলুক! এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশে মুসলিম সন্দেহে পিটিয়ে খুন করা হল এক প্রবীণ নাগরিককে! ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মানসা এলাকার নিমাচে। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তকে চিহ্নিত করেছে। অভিযুক্তের নাম দীনেশ কুশওয়াহা। জানা গিয়েছে, নিমাচের এক বিজেপি নেত্রীর স্বামী৷ তাঁর বিরুদ্ধে খুন-সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিয়োয় দেখা গিয়েছে, বছর ৬৫-র এক প্রৌঢ়কে মারধর করছেন এক ব্যক্তি। ওই প্রবীণ নাগরিকের কাছে আধার কার্ড দেখতে চান হামলাকারী। এ-ও জিজ্ঞাসা করেন, ‘তোর নাম কি মহম্মদ, জাবড়া থেকে এসেছিস?’ ভিডিয়োয় দেখা গিয়েছে, আচমকা হামলায় হতভম্ব হয়ে যান ওই প্রৌঢ়। বেদম প্রহারে ওই প্রৌঢ়ের মৃত্যু হয়। পুলিশ ওই প্রৌঢ়ের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ওই হামলাকারীকেও চিহ্নিত করা হয়েছে। পরে জানা যায়, ওই ব্যক্তির নাম ভবরলাল জৈন।