শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন চিকিৎসার জন্য কলকাতায় ছিলেন তিনি। অবশেষে দীর্ঘ দেড় মাস পর নিজের গড়ে ফিরেছেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শুক্রবার বিকেলে বোলপুরের বাড়িতে পা রেখেছেন তিনি। যেটার অপেক্ষাতেই দিন গুনছিলেন বীরভূমের দলীয় নেতা-কর্মীরা৷ বীরভূমের মাটিতে পা দিয়েই অনুগামীদের প্রতি আশ্বাস, ‘আমি আপনাদের সঙ্গেই থাকব৷’
গত ৬ এপ্রিল থেকে কলকাতায় অনুব্রতকে নিয়ে টানাপোড়েন শুরু৷ ওই দিন চিনার পার্কের ফ্ল্যাট থেকে বেরিয়ে সরাসরি এসএসকেএম হাসপাতালে গিয়ে ভর্তি হন অনুব্রত৷ সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা থাকলেও সেদিন সেখানে যাননি তিনি৷ এর পর বেশ কিছুদিন হাসপাতালে কাটিয়ে কলকাতার ফ্ল্যাটে ফেরেন অনুব্রত৷ শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার সিবিআই দফতরে নিজে থেকেই হাজিরা দেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি৷
ফলে গত দেড় মাস ধরে প্রিয় নেতাকে নিয়ে রীতিমতো উৎকণ্ঠায় ছিলেন তাঁর অনুগামীরা৷ সিবিআই দফতরে হাজিরা দিয়ে, এসএসকেএম হাসপাতালে চেক আপ করিয়ে শুক্রবার বোলপুরে ফেরেন অনুব্রত৷ আগে থেকেই তাঁকে স্বাগত জানাতে তৈরি ছিলেন বীরভূমের তৃণমূলের নেতা, কর্মীরা৷ অনুব্রতর যাত্রাপথেও রাস্তার পাশে ভিড় জমিয়েছিলেন তাঁরা৷
শুধু তাই নয়। অনুব্রতর জেলায় প্রত্যাবর্তনের খুশিতে শুক্রবার সিউড়ি বাসস্ট্যান্ড এলাকায় মিষ্টিও বিলি করেন তৃণমূল কর্মীরা। বীরভূমে পা দিয়ে নিজস্ব কায়দাতেই অনুব্রত বলেন, ‘আমি মরি নাই৷ আপনাদের আশীর্বাদে সুস্থ হয়ে ফিরে এসেছি৷ আমি ছিলাম,ভবিষ্যতেও আপনাদের সঙ্গেই থাকব৷’ তবে চিকিৎসকরা যে তাঁকে বিশ্রামে থাকতে পরামর্শ দিয়েছেন, সেকথাও অনুগামীদের জানান তিনি৷