কেন্দ্রীয় সরকার একশো দিনের প্রকল্পের বকেয়া টাকা দিচ্ছে না৷ কয়েকদিন আগেই পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তার পর পরই একশো দিনের কর্মীদের নিয়ে নতুন ভাবনা রাজ্য সরকারের৷ এবার থেকে একশো দিনের কর্মীরা বিভিন্ন সরকারির দফতরের কাজ করতে পারবেন৷ এই মর্মে নির্দেশিকা জারি করল রাজ্যের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দফতর।
বিভিন্ন দফতরের অধীনস্থ যে প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পগুলিতে কাজ করতে পারবেন তাঁরা। এই দফতরগুলি যে হারে দৈনিক পারিশ্রমিক দেয়, সেই অনুযায়ীই পারিশ্রমিক পাবেন একশো দিনের কর্মীরা৷ প্রতিটি জেলার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই প্রকল্পের নোডাল অফিসার হিসেবে দায়িত্বে থাকবেন।
সরকারের কোন বিভাগে কোন জেলা থেকে বা কোন ব্লক বা গ্রাম পঞ্চায়েতের একশো দিনের কর্মীরা কী কাজে যুক্ত হবেন, তার জন্য ফরম্যাট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই এই মর্মে জেলাগুলিকে নির্দেশ জারি করেছে রাজ্য পঞ্চায়েত দফতর৷
মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, কেন্দ্র বকেয়া অর্থ না মেটানোর জন্য একশো দিনের কর্মীদের প্রায় চার মাস ধরে টাকা দেওয়া যাচ্ছে না৷ সেই কারণেই এবার বিভিন্ন দপ্তরের মাধ্যমে ওই কর্মীদের কাজে লাগানো ভাবনা রাজ্য সরকারের৷ যাতে ওই প্রকল্পগুলির বরাদ্দ অর্থ থেকেই একশো দিনের কাজের সঙ্গে যুক্ত কর্মীদের টাকা দেওয়া যায়৷