দলিত রাঁধুনির রান্না করা খাবার খেতে অস্বীকার বেশ কয়েকজন ‘উচ্চবর্ণের’ ছাত্রের। উত্তরাখণ্ডের একটি সরকারি স্কুলের এমন ঘটনা সামনে আসতেই ছাত্রদের এমন আচরণের তীব্র নিন্দায় সরব দেশ। জানা গিয়েছে ৩৭ জন পড়ুয়ার মধ্যে ৯ থেকে ১০ জন ওই দলিত রাঁধুনির রান্না করা খাবার খেতে অস্বীকার করে এবং তারা সকলেই বাড়ি থেকে টিফিন এনে তাদের প্রতিবাদ আন্দোলন জারি রাখে।
এই নিয়ে পরপর দুবার এমন ঘটনা সামনে আসায় অস্বস্তিতে স্কুল প্রশাসন। আর আগেও গত ডিসেম্বরে ৪০ জন পড়ুয়া দলিত রাঁধুনির রান্না করা খাবার খেতে অস্বীকার করে। এরপরই ওই রাঁধুনিকে তার কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। যা নিয়ে তোলপাড় শুরু হয় রাজ্যে। ঘটনার প্রেক্ষিপ্তে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির হস্তক্ষেপে বছর ৩২ এর ওই দলিত মহিলাকে ফের কাজে বহাল করা হয়।
কিন্তু গত ৯ মার্চ থেকে ফের একই দাবিতে অনড় থাকে পড়ুয়ারা। স্কুলের প্রিন্সিপ্যাল এক বিবৃতিতে বলেন, স্কুলের ১০ জন পড়ুয়া দলিত রাঁধুনির রান্না করা খাবার খেতে অস্বীকার করেছে। চম্পাওয়াতের জেলা শাসক ইতিমধ্যেই এই বিষয় নিয়ে কথা বলেছেন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে।
এনিয়ে জেলার শিক্ষা অধিকর্তা এক বিবৃতিতে বলেন, ‘ডিএম এবং আমি আজ শিক্ষাঙ্গন পরিদর্শন করেছি। অভিভাবকদের সঙ্গেও কথা বলেছি। খুব শীঘ্রই বিষয়টির সমাধান করা হবে’। সেই সঙ্গে তিনি বলেন, ‘সামাজিক সম্প্রতিকে কোনভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না’।