এ যেন মগের মুলুক! এবার জ্ঞানব্যাপী মসজিদে শিবলিঙ্গ পাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিরুদ্ধ মত প্রকাশ করায় গ্রেফতার করা হল দিল্লী বিশ্ববিদ্যালয়ের হিন্দু কলেজের অধ্যাপককে। হ্যাঁ, বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ইতিহাসের অধ্যাপক রতন লালকে গ্রেফতার করেছে উত্তর দিল্লীর সাইবার থানার পুলিশ।
প্রসঙ্গত, জ্ঞানব্যাপী মসজিদ ঘিরে গত কয়েকদিন ধরেই চর্চা চলছে দেশজুড়ে। এ নিয়ে মামলাও চলছে আদালতে। এই আবহে সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষ ছড়িয়েছেন বলে ইতিহাসের অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন দিল্লীর আইনজীবী বিনীত জিন্দল। জ্ঞানব্যাপী মসজিদে শিবলিঙ্গ পাওয়া নিয়ে অধ্যাপক আপত্তিকর পোস্ট করেছেন বলে দাবি করেছেন জিন্দল। তাঁর অভিযোগের ভিত্তিতে অধ্যাপকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।
এই ঘটনায় নিজের অবস্থানে অনড় থেকেছেন রতন লাল। তিনি বলেন, ‘ভারতে যা কিছু নিয়ে আপনি কথা বলুন, কারও না কারও ভাবাবেগে আঘাত হবে। সুতরাং, এটা নতুন কিছু নয়। আমি একজন ঐতিহাসিক। অনেক পর্যালোচনা করেছি। আমি অনেক সংযত ভাষায় লিখেছি।’ গত সপ্তাহে ওই অধ্যাপক টুইট করে জানান, জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে তাঁর টুইটের পর তাঁর ছেলে ফেসবুক মেসেঞ্জারে হুমকি পাচ্ছেন। এই ঘটনায় নিন্দায় সরব হয়েছেন কংগ্রেস নেতা দিগ্বীজয় সিং।