পাট শিল্প নিয়ে কেন্দ্রকে আক্রমণ জারি রেখেছেন তিনি। সরাসরি কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গয়ালের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে আন্দোলনে নামার বার্তাও দিয়েছেন। সরাসরি এ কথাও বলেছেন যে, বিজেপিতে যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁদের অনেকেই কাজের নয়। তাঁর এ হেন হাব-ভাব দেখে আগে থেকেই ‘ঘর ওয়াপসি’র পূর্বাভাস পাচ্ছিলেন রাজনীতির কারবারিরা। এবার জানা গেল, শেষ মুহূর্তে নাটকীয় কোনও সিদ্ধান্ত বদল না হলে রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে ফিরতে পারেন বারাকপুরের বিক্ষুব্ধ বিজেপি সাংসদ অর্জুন সিং।
দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে তাঁকে অভ্যর্থনা জানানো হতে পারে ঘাসফুল শিবিরে। তৃণমূল সূত্রে খবর, পঞ্জিকায় যেমন অমৃতযোগ, মাহেন্দ্রযোগ থাকে, তেমনই রবিবার অর্জুনের তৃণমূলে ফেরার ‘যোগ’ এখনও পর্যন্ত উজ্জ্বল ও সম্ভাবনাময়। শেষ পর্যন্ত তা হচ্ছে কিনা সেটা রবিবাসরীয় দুপুরেই স্পষ্ট হবে। তবে প্রশ্ন হল, অর্জুন কি একা ফিরবেন? নাকি ভাটপাড়ার বিজেপি বিধায়ক তথা তাঁর ছেলে পবন সিংকে নিয়ে তৃণমূলে সামিল হবেন? ঠিক যেভাবে মুকুল রায় সপুত্র ফিরেছিলেন তৃণমূলে। এর উত্তর পেতে আপাতত রবি-দুপুরের দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।