বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ‘ঘর ওয়াপসি’ নিয়ে জল্পনা তুঙ্গে। এর মধ্যেই ফের বিজেপির বিজেপির দূর্বলতা প্রকাশ করলেন। বলে দিলেন, ‘রাজ্যে বিজেপির সংগঠনের অবস্থা ভালো নয়, এটা বুঝতে পারছি’। ফলে নতুন করে দলবদলের জল্পনা বাড়ল সেটা বলাই বাহুল্য।
অর্জুন সিং দিল্লি যাবার আগে বলেছিলেন রাজ্য বিজেপি ফেসবুক আর হোয়াটসঅ্যাপে রাজনীতি করতে চায়। কিন্তু গ্রাউন্ড লেভেলের রাজনীতি করা উচিত ছিল। দিল্লি থেকে ফিরে এই প্রসঙ্গে তিনি এবার বললেন, আমি বিষয়টা দিল্লি কে জানিয়েছি। দিল্লি নিজের লেভেলে দেখছে বিষয়টা। অনেকের মুখেই এই কথাটা ছিল কিন্তু কেউ বলছিল না আমি বললাম। সংগঠনের অবস্থা ঠিক নেই এটা আমরা সবাই বুঝতে পারছি। বিজেপিকে দাঁড়াতে হলে সংগঠনকে ঠিক করতে হবে। যারা সংগঠন করতে পারবে তাদের দায়িত্ব দিতে হবে। তাদেরকে অধিকার দিতে হবে’।
অন্যদিকে পাট শিল্প নিয়ে যে দাবি অর্জুন সিং করেছিলেন তার মধ্যে একটা হাই প্রাইস ক্যাপ। সেটা সরিয়েছে কেন্দ্র। অর্জুন সিং বলেন, আমি ঠিকই বলেছিলাম পাটের উর্ধ্বসীমা তুলে দিতে হবে সেটা জুট কমিশনার মেনে নিয়েছেন। দ্বিতীয়টা হল টারিফ কমিশন। এই ইস্যুটা যত তাড়াতাড়ি মিটে যাবে ততো যে কারখানাগুলো বন্ধ আছে সেগুলো খোলা যাবে। এটাই মূল উদ্দেশ্য। এর জন্য কমিটি বানানো হয়েছে। সেই কমিটি কাজ করছে। সামান্য হলেও সার্থক হয়েছে। পুরো সাকসেস তখনই হবে যখন টারিফ কমিশন লাগু হবে।