হাসপাতাল থেকে ছুটি পেয়েছিলেন আগেই। গতকাল মিটেছে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের বিষয়টিও। এবার ঘরের ছেলের ঘরে ফেরার পালা। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন চিকিৎসার জন্য কলকাতায় ছিলেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। দীর্ঘ দেড় মাস পর এবার বীরভূমের ফিরছেন অনুব্রত মণ্ডল। শুক্রবার বিকেল সাড়ে চারটে সময় বোলপুরের বাড়িতে ফিরছেন তিনি।
এই খবরে উচ্ছ্বাসে মাতোয়ারা বীরভূম জেলার তৃণমূল কর্মী-সমর্থকরা। ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের বাড়ির সামনের এলাকা দলীয় পতাকা ও ফেস্টুন দিয়ে মুড়ে ফেলা হয়েছে। তাঁকে সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্যে বাড়ির সামনে একটি স্টেজও বানানো হয়েছে। দীর্ঘদিন পর অনুব্রতকে দেখার জন্য এবং স্বভাবসিদ্ধ ঢংয়ে তাঁর মুখ থেকে এক-দু’ কথা শোনার জন্য অপেক্ষায় অনুগামীরা। পাশাপাশি তিনি কেমন আছেন সেটা জানার জন্যেও উৎসুক সকলে। বীরভূম জেলা তৃণমূলের তরফে এমনটাই জানা গিয়েছে।