ফের স্বমহিমায় পি ভি সিন্ধু। ফিরে এলেন পুরোনো ছন্দে। ক’দিন আগে উবের কাপে ভাল খেলতে পারেননি তিনি। এবার সেই হতাশা কাটিয়ে থাইল্যান্ড ওপেনে জ্বলে উঠলেন সিন্ধু। শুক্রবার প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছে গেলেন তিনি। হারিয়ে দিলেন বিশ্ব চ্যাম্পিয়ন এবং বিশ্বের প্রাক্তন এক নম্বর আকানে ইয়ামাগুচিকে। ষষ্ঠ বাছাই সিন্ধু জিতেছেন ২১-১৫, ২০-২২, ২১-১৩ গেমে। ম্যাচ চলে ৫১ মিনিট।
প্রসঙ্গত, ইয়ামাগুচি বরাবরই সিন্ধুর কাছে শক্ত গাঁট হয়ে দাঁড়িয়েছিলেন। কিছুদিন আগেই এশীয় ব্যাডমিন্টনে তাঁর মুখোমুখি হয়েছিলেন সিন্ধু। তিনি তো ম্যাচ হারেনই, পাশাপাশি তৈরি হয় বিতর্কও। ইচ্ছাকৃত দেরির কারণে রেফারি সিন্ধুর এক পয়েন্ট কেটে নেন। সিন্ধু তার তীব্র প্রতিবাদ করলেও লাভ হয়নি।।এ দিন শুরু থেকেই ছন্দে ছিলেন সিন্ধু। ক্রস কোর্ট স্ম্যাশ এবং ড্রপ শটে বিপদে ফেলে দেন প্রতিপক্ষকে। প্রথম সেটে ১১-৯ এগিয়েছিলেন বিরতিতে। সেটও জিতে নেন সহজেই। তবে দ্বিতীয় গেমে ফিরে আসেন ইয়ামাগুচি। তবে তৃতীয় গেম জিতে বাজিমাত করেন সিন্ধু।