মোদীর আমলে দেশের অর্থনীতির অবস্থা কার্যত তথৈবচ। ফের টাকার দামে ঘটল পতন। বৃহস্পতিবার সর্বকালীন রেকর্ড গড়ল টাকার পতন। যে নজির রীতিমত লজ্জার। এদিন শেয়ার বাজার বন্ধ হওয়ার সময় ডলারপিছু টাকার দাম কমে দাঁড়ায় ৭৭ টাকা ৭৩ পয়সায়। বুধবার এক ডলারে টাকার দাম ছিল ৭৭টাকা ৬১ পয়সা।
পাশাপাশি, ধস নেমেছে শেয়ার সূচকেও। ব্যাপক হারে পতন ঘটে বৃহস্পতিবার। বিনিয়োগকারীদের ৬ লক্ষ কোটি টাকা কার্যত মুছে গিয়েছে শেয়ার বাজার থেকে। বৃহস্পতিবার সেন্সেক্সের পতন হয় ১৪১৬.৩০ পয়েন্ট। বাজার বন্ধের সময় সূচক এসে দাঁড়ায় ৫২৭৯২-এ।১৬ হাজারের ঘরে নেমে যায় নিফটিও। এহেন পরিস্থিতি বারবারই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বিজেপির আমলে দেশের অর্থনীতির বেহাল দশা।