গোটা আসামের একটা বড় অংশ বন্যা কবলিত। সাড়ে ছ’লক্ষের মানুষ জলবন্দি। মৃত্যু হয়েছে ৯ জনের। নিজের ভিটে থেকে সরে অন্যত্র গিয়ে মাথা গুঁজতে হয়েছে ৫০ হাজারের বেশি মানুষকে। সেই আসামের বিজেপি বিধায়ক শিবু মিশ্র এমন কাজ করে বসেছেন যে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
দেখা যাচ্ছে বিধায়কের পরনে সাদা শার্ট-ডেনিম ব্লু জিনস আর পায়ে সাদা স্নিকার্স। তাঁকে কাঁধে করে জলমগ্ন রাস্তা ডিঙিয়ে একটি বোটে তুলে দিচ্ছেন উদ্ধারকর্মী। সেই ফুটেজ সংবাদসংস্থা এএনআই টুইট করতেই হইহই পড়ে গিয়েছে। কেউ কেউ বলেছেন, রাজ্যের মানুষ দুর্ভোগে আর বিধায়ক নিজের জুতো বাঁচাচ্ছেন। কেউ বলেছেন, এমন অমানবিক জনপ্রতিনিধি! ছিঃ ছিঃ!
জানা গিয়েছে হজাই জেলায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন বিধায়ক শিবু মিশ্র। প্রসঙ্গত অসমের ২৭টি জেলা বন্যা কবলিত হলেও কাছাড় এবং হজাইয়ের অবস্থা সবচেয়ে খারা। দুই জেলায় দু’লক্ষ করে মানুষ জলবন্দি। বহু জায়গায় ত্রাণ পৌঁছচ্ছে না বলেও অভিযোগ। তারমধ্যে বিধায়কের এমন কাণ্ডে সমালোচনা, নিন্দার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়।