জ্বালানি-সহ অন্যান্য পণ্যসামগ্রীর মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠছে আমজনতার। বেকারত্ব থেকে মুদ্রাস্ফীতির জ্বালায় প্রাণ ওষ্ঠাগত কম-বেশি সকলেরই। আবার অন্যদিকে, দেশি ক্রমাগত বেড়ে চলেছে খুন-ধর্ষণ, নারী নির্যাতন, দলিতদের নিগ্রহের ঘটনা। কিন্তু এতকিছুর পরেও নিজের সরকারের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
‘বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শাসনের আট বছরের সময়কাল দেশের উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার এবং সামাজিক সুরক্ষার জন্য উৎসর্গ করা হল’। শুক্রবার একটি ভার্চুয়াল কনফারেন্সে দলীয় নেতাদের সামনে এমনটাই বলেছেন তিনি। শুধু তাই নয়। ২০১৪-এর পরে দেশে সরকারি কাজের ক্ষেত্রে জনগণের হারানো বিশ্বাস ফিরে এসেছে বলেও দাবি করেছেন মোদী। অন্যদিকে, এদিন বিরোধীদের নিশানা করতে গিয়ে ‘ছোট ঘটনা’ তত্ত্বও খাড়া করেছেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, ছোট কয়েকটি ঘটনা নিয়ে বিরোধীরা উত্তেজনাকর পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। স্বাভাবিকভাবেই মোদীর এই মন্তব্য নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।