বাংলায় ক্ষমতার আসার পরই একাধিক জনকল্যাণমুখী প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার মধ্যে অন্যতম সমব্যথী। এই প্রকল্পে রাজ্যের গরিব মানুষ তাঁদের পরিবারের মৃত ব্যক্তির সৎকারের জন্য সরকারের তিরফে ২ হাজার টাকা করে পাবেন। বৃহস্পতিবার ঝাড়গ্রামে তৃণমূলের কর্মী সম্মেলনে দাঁড়িয়ে মমতা স্পষ্ট জানিয়ে দিলেন, ওই টাকা থেকে কেউ যদি কাটমানি খাওয়ার চেষ্টা করেন, তিনি বরদাস্ত করবেন না। তাঁর বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা হবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘২ হাজার টাকা আপনার প্রাপ্য। এর থেকে কম নেবেন না। যদি কেউ ১ টাকা কম দেয় আমাকে চিঠি লিখবেন, জেলা শাসককেও সরাসরি চিঠি দিয়ে জানাবেন। আর স্থানীয় পুলিশের কাছে এফআইআর দায়ের করবেন।’
রাজনৈতিক মহলের মতে, মমতার এই বার্তা প্রতীকী। এদিন তিনি সমব্যথী প্রকল্পের কথা বলেছেন বটে। তবে বোঝাতে চেয়েছেন, এটা সরকারি সব প্রকল্পের ক্ষেত্রেই প্রযোজ্য। বাংলা আবাস যোজনা, কন্যাশ্রী ইত্যাদি কোনও প্রকল্প থেকে কেউ যদি গরিব মানুষের টাকা মারার চেষ্টা করেন, তা হলে পুলিশি ব্যবস্থা নেবে সরকার। শুধু এদিন নয়, বুধবারস পশ্চিম মেদিনীপুরের সভাতেও এই মর্মে বার্তা দিয়েছিলেন মমতা। তিনি বলেছিলেন, সরকার দুয়ারে ক্যাম্প করছে। সেই শিবির থেকে মানুষকে বিবিধ সুবিধা দেওয়া হবে। তৃণমূল কর্মীদের উচিত হবে সাধারণ মানুষকে সেই শিবিরে নিয়ে যাওয়া। কেউ ফর্ম ফিল-আপ করতে না পারলে তাঁকে সাহায্য করা। তিনি খুশি হয়ে ১০০ টাকা দিতে চাইলে তাঁকে এটা বলা যে ধন্যবাদ, আপনি এই টাকা দিয়ে খাবার কিনে খাবেন।