নরেন্দ্র মোদীকে সরাসরি সাম্প্রদায়িক বলে তোপ দেগেছিলেন। কেন্দ্র সরকার রূপকথার গল্প শোনাচ্ছে বলে আক্রমণ শানিয়েছিলেন। সেই মহেশ ভাটই দরাজ প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই নিয়ে তাঁকে উৎসর্গ করে একটি মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে। ‘তু চল মমতা’।শহরের একটি পাঁচতারা হোটেলে ছিল সেই গানেরই মিউজিক ভিডিওর প্রকাশ। এই অনুষ্ঠান উপলক্ষ্যে একটি ভিডিও বার্তা পাঠান বলিউডের বিখ্যাত পরিচালক মহেশ ভাট। আর সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় তাঁকে।
ভিডিও বার্তায় মহেশ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মহিলা যাঁর হৃদয় সমুদ্রের চেয়েও গভীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কুর্ণিশ জানাতে হয়। তাঁর লড়াই মন ছুঁয়ে যায়। তাঁর মতো দৃঢ় মানসিকতার মানুষের কঠিন পথ চলাকে গোটা দেশ সম্মান জানিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করেই এই মিউজিক ভিডিও প্রকাশ করা হচ্ছে। মমতা তুমি এগিয়ে চলো’।
মিউজিক ভিডিওটি বানিয়েছেন জনৈক সোফিয়া খান। মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁর অনুপ্রেরণা বলে জানিয়েছেন। গানটি লিখেছেন আসিফ ইকবাল। সুর দিয়ে গানটি যৌথভাবে গেয়েছেন সমিধ-উরভি। বিশেষ এই মিউজিক ভিডিওর প্রযোজকও সোফিয়া। প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের সাংসদ নাদিমুল হক, অভিনেত্রী ইন্দ্রাণী হালদার প্রমুখ।