যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে প্রথমবারের জন্য স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে প্রশাসক নিয়োগ করেছে তাঁর সরকার। সমগ্র শিক্ষা মিশনের ডিরেক্টর শুভ্র চক্রবর্তীকে চেয়ারম্যান করে সংস্কারের বার্তা দেওয়া হয়েছে। তবে এখানেই শেষ নয়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিত, এবার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে আইনি বর্ম পরানোর কথাও ভাবছে তাঁর সরকার।
এদিন ঝাড়গ্রামে তৃণমূলের সভায় মুখ্যমন্ত্রী বলেছেন, ‘ভুল হলে তা সংশোধনের সুযোগ দেওয়া উচিত। সেটাকে আইনে পরিণত করার সুযোগ দেওয়া উচিত।’ মমতা অবশ্য স্কুল সার্ভিসের কথা মুখে আনেননি। তবে নিয়োগ প্রক্রিয়া প্রসঙ্গে এ কথার অবতারণা করেছেন তিনি। একই সঙ্গে বাম জমানার দিকেও দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন মমতা। তাঁর কথায়, আগে তো চিরকুট দিয়ে চাকরি হত, চিরকুট দিয়ে ট্রান্সফারও হতো। সিপিএমের চৌত্রিশ বছরের চ্যাপ্টার এবার আস্তে আস্তে খোলা হবে।