এবার ১৯৮৮-এর রোড রেজ কেসে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন নভজ্যোৎ সিং সিধু। ৩৪ বছরের পুরনো কেসে কংগ্রেস নেতাকে এক বছরের কারাবাসের সাজা শোনাল আদালত। এর আগে ২০১৮ সালের ১৫ মে এই মামলায় ৩ বছরের সাজা কমিয়ে ১০০০ টাকার জরিমানা দিয়েই রেহাই দিয়েছিল কোর্ট। কিন্তু এবার সেই সাজাই বদলে কারাবাসের সাজা শোনাল বিচারক এএম খানউইলকার এবং এসকে কওউল। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের উপর অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ ছিল। সিধুকে শীঘ্র আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত।
উল্লেখ্য, ১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর পঞ্জাবের রাস্তায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ ওঠে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্যের বিরুদ্ধে। অভিযোগ, পঞ্জাবের পাতিয়ালার রাস্তায় গুরনাম সিং নামের এক ৬৫ বছরের এক বৃদ্ধকে গাড়ি থেকে টেনে নামিয়ে মারধর করেন। প্রথমে বিষয়টি শুরু হয়েছিল বচসা দিয়ে পরে তা হাতাহাতিতে পৌঁছে যায়। সিধুর মারেই মাথায় আঘাত পেয়ে গুরনাম সিংহের মৃত্যু হয় বলেই জানানো হয়েছিল অভিযোগে। সম্প্রতি এই মামলায় অব্যাহতি দেওয়ার আদেশের পর্যালোচনা করার অনুমতি দিয়েছিল কোর্ট।