আজ, বৃহস্পতিবার সকালে নতুন করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করেছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু তাঁর সেই মামলা থেকে সকালে সরে দাঁড়ান বিচারপতিরা। তবে আজ তাঁর মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।
উল্লেখ্য, শুক্রবার এই মামলার শুনানি হবে বলে হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে। এদিন সকালেই পার্থ চট্টোপাধ্যায়ের মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত। এরপর বিকেলে এই মামলা গৃহীত হয় বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চে।