রাজ্যে এসএসসি দুর্নীতি নিয়ে যখন তুমুল শোরগোল চলছে, ঠিক সেই সময়ই বিজেপি-র বিড়ম্বনা বাড়ালেন দলেরই নেতা। পরীক্ষা ছাড়াই দলের দুই বিধায়কের আত্মীয়ের এইমস কল্যাণীতে চাকরি পাওয়া নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ইমেলে অভিযোগ করলেন বিজেপি-র এক জেলা নেতা। নদীয়ার কল্যাণীর বাসিন্দা বিজেপি নেতা পার্থ চট্টোপাধ্যায় দলের দুই বিধায়কের বিরুদ্ধে বিজেপির কেন্দ্রীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নালিশ করলেন। তৃণমূলের বিরুদ্ধে যখন স্বজনপোষন করে চাকরি দেওয়ার অভিযোগ তুলছে বিজেপি, তখন তাঁদের দলেরই নেতার এহেন অভিযোগে বিড়ম্বনা বাড়ল গেরুয়া শিবিরের।
ওই বিজেপি নেতার অভিযোগ, বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে এইমস কল্যাণীতে চাকরি পেয়েছেন। একইভাবে চাকদহ বিধানসভা কেন্দ্রের বিধায়ক বঙ্কিম চন্দ্র ঘোষের পুত্রবধূও এইমস কল্যাণীতে চাকরি পেয়েছেন।
ওই বিজেপি নেতার ক্ষোভ, দলের যে সমস্ত কর্মীরা খুন হলেন, যারা দলের হয়ে কাজ করছেন নিঃস্বার্থভাবে, তারা বা তাদের পরিবার বঞ্চিত হলেন এই ভাবে। বিধায়ক বা সাংসদরা তো দল থেকে অনেক কিছুই পেয়েছেন। এমনই মত ওই নেতার। গত ৬ মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ইমেলের মাধ্যমে বিষয়টি জানান বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলার সদস্য পার্থ চট্টোপাধ্যায়।