এবার সামনে এল এনডিএ শাসিত বিহারের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। আর তার ফলে মুখ নীতিশ কুমার সরকারের। সে রাজ্যের একটি স্কুলে এক ক্লাসরুমের মধ্যে একসঙ্গে এক ব্ল্যাকবোর্ড ভাগাভাগি করে পড়ালেন দুই শিক্ষক! বোর্ডের এক দিকে হিন্দি পড়ালেন এক শিক্ষক। অন্য ভাগে উর্দু পড়ালেন আর এক শিক্ষক। একই ঘরে, একসঙ্গে দু’টি বিষয়, তা-ও আবার একই সঙ্গে তার পঠনপাঠন— এ রকম দৃশ্য আগে কখনও দেখা যায়নি কোনও স্কুলে। যার ফলে স্বাভাবিকভাবেই বিহারের স্কুলের এই দৃশ্য দেখে সেই রাজ্যের শিক্ষাব্যবস্থার হাল নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে।
ঘটনাটি কাটিহারের আদর্শ মিডল স্কুলের। ওই স্কুলের সহকারী শিক্ষক কুমারী প্রিয়ঙ্কা এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন যে, উর্দু প্রাথমিক স্কুলকে ২০১৭ সালে তাঁদের স্কুলে স্থানান্তিরত করেছে রাজ্য শিক্ষা দফতর। পড়ুয়াদের সংখ্যা বেড়েছে। কিন্তু সেই তুলনায় ক্লাসঘরের সংখ্যা বাড়েনি। তাই বাধ্য হয়েই একই ঘরে, একই সঙ্গে, একই ব্ল্যাকবোর্ডে ভাগাভাগি করে দু’টি বিষয় পড়াতে হচ্ছে। ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরই শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশ জুড়ে। কেউ কেউ মন্তব্য করেছেন, শিশুদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে নীতিশ কুমারের সরকার।