হেরে গিয়ে বাংলাকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি। আর বদনাম করার হাতিয়ার হিসাবে কেন্দ্রীয় সরকারি এজেন্সি কাজে লাগাচ্ছে তারা। বৃহস্পতিবার ঝাড়গ্রামের কর্মীসভা থেকে এই ভাষাতেই বিজেপিকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতাকর্মীদের আরও ভাল করে কাজ করার বার্তাও দিলেন তিনি।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি পার্টি আজ তুঘলকি রাজত্ব চালাচ্ছে দেশে। কয়েকটা কেন্দ্রীয় সরকারি এজেন্সি দিয়ে তুঘলকি কাণ্ড চালাচ্ছে। কারও আজকে বেঁচে থাকার অধিকার নেই। স্বাধীনতার অধিকার নেই। নাগরিক অধিকার নেই। সব অধিকার খর্ব করে দিয়েছে। যত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বিজেপির লোক ছাড়া কেউ যাবে না। বড় বড় কথা বলছে’।
স্কুল সার্ভিসের নাম মুখে আনেননি মমতা। তবে বলেন, ‘আগে তো একটা চিরকুট দিয়ে চাকরি দিত, একটা চিরকুট দিয়ে ট্রান্সফার করে দিত। চৌত্রিশ বছর ধরে কী করেছে সিপিএম? আমিও সব খোঁজ নিচ্ছি। আস্তে আস্তে চ্যাপ্টার ওপেন করছি। আগে ভদ্রতা করেছি, তা যদি কেউ দুর্বলতা মনে করেন, তা হলে ভুল করবেন’।
মমতা আরও বলেন, ‘কাজ করতে গেলে কেউ ভুল করলে সংশোধন করার সুযোগ দেওয়া উচিত। আইন আইনের মতো কাজ করা উচিত। গায়ের জোরে জুলুম করে বিজেপি যদি মনে তৃণমূলকে স্তব্দ করবে, তবে পারবে না। কারণ, তৃণমূল জব্দ করে, স্তব্ধ হয় না। এখানে হেরে গিয়ে ভয় পাচ্ছে। ২০২৪ এ লোকসভা জিততে হবে না? তাই এখন থেকে মিথ্যে কথা বলে’।