প্রায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোপণ্যের দাম৷ অথচ কেন্দ্রের সরকার নীরব৷ আসলে এই সরকার মানুষ মারার সরকার৷ যে পথে হাঁটছে তাতে আগামীদিনে সারা দেশটাকেই এরা বিক্রি করে দেবে৷ তাই সময় থাকতেই বিজেপির বিরুদ্ধে আন্দোলনকে আরও জোরদার করার বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
ঘটনাস্থল, মেদিনীপুর শহরের কলেজ কলেজিয়েট মাঠ৷ প্রায় দেড় বছর আগে (২০২০ সালের ১৯ নভেম্বর) এই মাঠ থেকেই দল বদলে অমিত শাহের হাত থেকে গেরুয়া পতাকা তুলে নিয়েছিলেন শুভেন্দু অধিকারী৷ বুধবার সেই মাঠে দাঁড়িয়েই বিজেপিকে ‘মানুষ মারার সরকার’ আখ্যা দিলেন তৃণমূল নেত্রী৷ তৈরি করে দিলেন আন্দোলনের অভিমুখও৷ নেতা, কর্মীদের উদ্দেশ্যে বললেন, ‘কেন প্রতিদিন জিনিসের দাম বাড়ছে৷ বিজেপি নেতাদের কাছে জবাব চান৷ ব্লকে ব্লকে ধর্ণায় বসুন’৷
মোদী সরকারকে নিশানা করে এদিন আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়েছেন নেত্রী৷ অভিযোগ করেছেন, ‘রাজ্য থেকে করের টাকা জোর করে নিয়ে চলে যাচ্ছে৷ অথচ প্রাপ্য টাকা দিচ্ছে না৷ ১০০ দিনের প্রকল্প থেকে আইসিডিএস সব প্রকল্পের টাকা বন্ধ৷ রাজ্যের প্রাপ্য ৯২ হাজার কোটি টাকা মোদী সরকার আজও দেয়নি৷’ এর বিরুদ্ধে সাধারণ মানুষকে গর্জে ওঠার পরামর্শ দেন তিনি৷
একই সঙ্গে দলের নেতা, কর্মীদের উদ্দেশ্যেও এদিন কড়া বার্তা সামনে এনেছেন নেত্রী৷ বলেছেন, ‘যারা মানুষের কাজ করবেন না তাঁরা ঘরে বসে যান৷ আমি নই, আমরা, সবাইকে নিয়ে চলতে হবে৷ এই মানসিকতা সকলের মধ্যে তৈরি করা জরুরি৷ দলের কাজে মহিলাদের আরও সামনের সারিতে নিয়ে আসারও বার্তা এদিন স্পষ্ট করেছেন নেত্রী’৷