বিজেপি শাসিত ত্রিপুরায় গণতন্ত্র বিপন্ন। বারবারই এই অভিযোগ করে এসেছে তৃণমূল। খোদ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক বার এই নিয়ে মুখ খুলেছেন।
ঘাসফুল শিবিরের অভিযোগ যে মোটেও ভ্রান্ত নয় এবার ফের মিলল তার প্রমাণ। ত্রিপুরা পুলিশ এক সাংবাদিককে গ্রেফতার করে। গ্রেফতারের পাশাপাশি চলে শারীরিক হেনস্থা। এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই দেশের নানা প্রান্ত থেকে নিন্দার ঝড় উঠেছে। সরব হয়েছে বিরোধীরাও। ঠিক কী কারণে ওই সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে, তাঁর বিরুদ্ধে অভিযোগ কী, এই খবর লেখা পর্যন্ত পুলিশের তরফ থেকে তা নিয়ে কিছু বলা হয়নি। এ-ও জানান হয়নি যে তাঁকে কোথায় আটকে রাখা হয়েছে।
